Please let us try to remember to respect our elders, respect our parents, respect our relatives, respect our teachers, and respect each other, in'sha'Allah

সোমবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৩

কাবা শরীফ এর ভিতরের বিরল দৃশ্য


পবিত্র কাবা শরীফ পরিস্কার করার জন্যে এর দরজা বছরে দুইবার খোলা হয়। রমজান এর ১৫ দিন আগে এবং হজ্জ এর ১৫ দিন আগে।

কাবা শরীফের দরজার চাবি বনী সায়বা নামক এক গোত্রের কাছে থাকে(মহানবী মুহাম্মদ (সাঃ) এই চাবী এই গোত্রের কাছে দিয়েছিলেন, যা কিয়ামতের আগ পর্যন্ত তাদের কাছেই থাকবে)। তারা কাবা শরীফ পরিস্কার করার কাজের জন্য বিভিন্ন মুসলিম দেশের প্রেসিডেন্ট, মন্ত্রী, কুটনীতিক ও গন্যমান্য ব্যক্তিদের দের অভিবাদন জানান। মক্কা শহরের গভর্নর তাদের কাবা শরীফের ভিতরে নিয়ে যান এবং তারা জমজম কুপের পানি এবং গোলাপ জল দিয়ে কাবা শরীফের ভিতর পরিস্কার করেন।
 

ভিডিও-০১ (youtu.be/TmWABRpPcV4)

ভিডিও -০২ (youtu.be/a8xV78PW_Lw)
 

শনিবার, ২ ফেব্রুয়ারী, ২০১৩

রাসূলুল্লাহ সা:-এর সংক্ষিপ্ত জীবনপঞ্জি


৫৭০ খ্রি : হযরত মুহাম্মাদ (সা:)-এর জন্ম সোমবার, ১২ রবিউল আউয়াল, ২৯ আগস্ট। জন্মের পর আবু লাহাবের দাসী ছুওয়ায়বিয়া (রা:)-এর দুধ পান এবং ৪ মাস বয়সে সা’দ গোত্রীয় বিবি হালিমা (রা:) কর্তৃক লালিত-পালিত হন ও তাঁর দুধ পান করেন। ৫৭২ খ্রি : দুই বছর পর তিনি দুধ পান বন্ধ করেন। হালিমা (রা:) তাঁকে নিয়ে মা আমিনার কাছে আসেন এবং পুনরায় ফিরিয়ে নিয়ে যান। ৫৭৩-৭৫ খ্রি : তিন, চার ও পাঁচ বছর বয়সে সিনা চাক (হালিমা রা:-এর তত্ত্বাবধানে থাকাকালে)। ৫৭৫-৭৬ খ্রি : ৫-৬ বছর বয়সকালে জননী আমিনার কোলে ফিরে আসেন। ৫৭৬ খ্রি : ৬ বছর বয়সে মায়ের সাথে মদিনায় নানার বাড়ি গমন এবং ফেরার পথে ‘আবওয়া’ নামক স্থানে মা আমিনার ইন্তেকাল। ৫৭৮ খ্রি : ৮ বছরকালে আবদুল মুত্তালিবের ইনতিকাল। ৫৮২ খ্রি : ১২ বছর ২ মাস বয়সে আবু তালিবের সঙ্গে সিরিয়া গমন এবং বাহিরা খ্রিষ্টান-পাদ্রির সাক্ষাৎ লাভ। ৫৮৪-৮৫ খ্রি : ১৫ বছর বয়সে হারবুল ফুজ্জার যুদ্ধের সূচনা। চাচাদের সাথে যুদ্ধে অংশগ্রহণ। ৫৯১ খ্রি : ২১ বছর বয়সে যুদ্ধাবসানের পর হিলফুল ফুজুল গঠন। ৫৯৩-৯৪ খ্রি : ২৪ বছর বয়সে খাদিজা (রা:)-এর বাণিজ্য প্রতিনিধি হিসেবে সিরিয়া ও ইয়ামেন গমন। ৫৯৫ খ্রি : ২৫ বছর বয়সে খাদিজা (রা:)-এর সঙ্গে বিয়ে। ৬০০ খ্রি : ৩০ বছর বয়সে প্রথম কন্যা জয়নবের জন্ম এবং আল আমিন উপাধি লাভ। ৬০৫ খ্রি : ৩৫ বছর বয়সে কাবা পুনর্নির্মাণের সময় হাজরে আসওয়াদ স্থাপন নিয়ে সৃষ্ট বিবাদ মীমাংসায় সালিস নির্বাচিত। হেরাগুহায় তাঁর ধ্যানমগ্ন জীবনের সূচনা।

৬০৫-০৯ খ্রি : যায়িদ ইবনুল হারিসা (রা:)কে দাসত্ব জীবন থেকে মুক্ত করে নিজের পুত্র হিসেবে বরণ এবং প্রকাশ্যে ঘোষণা।
৬১০ খ্রি : ৪০ বছর বয়সে নবুয়ত লাভ। সকাল ও সন্ধ্যায় দৈনিক দুই ওয়াক্ত নামাজ ফরজ হওয়ার নির্দেশ লাভ (সূরা মু’মিন : ৫৫)। ৬১০-১৩ খ্রি : নবুয়তের প্রথম তিনবছর গোপনে ইসলাম প্রচার। ৬১৪ খ্রি : আল্লাহর পক্ষ থেকে প্রকাশ্যে ইসলাম প্রচারের আদেশ দান (সূরা শু’আরা: ২১৪)। সকাল, সন্ধ্যা ও দুপুরে দৈনিক তিনওয়াক্ত নামাজের নির্দেশ লাভ। রাসূলুল্লাহ (সা:)-এর প্রতি আবু লাহাবের পাথর নিক্ষেপ ও সূরা লাহাব নাজিল। ইসলামের প্রথম শহীদ হারিস ইবন আবি হালা (রা:)-এর শাহাদাত বরণ। ৬১৫ খ্রি : নবুওয়তের পঞ্চম বছরে উসমান (রা:)-এর নেতৃত্বে ১৬ সাহাবির আবিসিনিয়ায় হিজরত। আবিসিনিয়ায় দ্বিতীয় পর্যায়ে শতাধিক সাহাবির হিজরত। উমর (রা:) ও হামযা (রা:)-এর ইসলাম গ্রহণ।  ৬১৭-১৯ খ্রি : বনু হাশিমসহ রাসূলুল্লাহ (সা:)-এর প্রতি গণবয়কট আরোপ এবং শি’বে আবু তালিবে আবদ্ধ জীবনযাপন।  ৬১৯ খ্রি : নবুয়তের দশম বছরে মুহররম মাসে গণবয়কটের অবসান ও আবু তালিবের ইনতেকাল। রমজানে খাদিজা (রা:)-এর ইনতেকাল। দাওয়াতি কাজে তায়েফ গমন এবং তায়েফবাসীর নির্মম অত্যাচার। ২৭ রজব ইসরা, মি’রাজ ও বক্ষবিদারণ। পাঁচওয়াক্ত নামাজ ফরজ হওয়ার নির্দেশ লাভ। ৬২০ খ্রি : ৬ জন খায্রাযীর সঙ্গে প্রথম বৈঠক। মদিনায় হিজরতের আভাস লাভ (সূরা নাহল : ৪১)। ৬২১ খ্রি : ১২ জন মদিনাবাসীর উপস্থিতিতে আকাবার প্রথম বায়’আয়াত। মুস’আব ইবন উমায়র (রা:)কে শিক্ষকরূপে মদিনায় প্রেরণ। ৬২২ খ্রি : ৭৫ জন মদিনাবাসীর উপস্থিতিতে আকাবার দ্বিতীয় বায়াত। মদিনা হিজরতের জন্য সাহাবিদের প্রতি নির্দেশ জারি (বুখারি)। ১২ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাসূলুল্লাহ (সা:)-এর মক্কা ত্যাগ এবং গারে সাওরে আশ্রয় গ্রহণ। ৮ রবিউল আউয়াল সোমবার রাসূলুল্লাহ (সা:)-এর মদিনার কুবায় পদার্পণ। ১২ রবিউল আউয়াল শুক্রবার জুম’আর পর মদিনায় প্রবেশ। ৬২৩ খ্রি: মসজিদে নববী নির্মাণ, ২ রাকায়াত বিশিষ্ট জোহর, আসর ও এশাকে ৪ রাকায়াতে রূপান্তর, আজানের সূচনা, মদিনার সনদ প্রবর্তন, সশস্ত্র সংগ্রামের বিধান ও সূচনা, উসমান ইবন মাজউন (রা:) ও আসাদ আনসারী (রা:)-এর ইনতেকাল। ‘আবওয়া’ বা ‘ওয়াদ্দান’ বুওয়াত যুদ্ধ, সাফওয়ান যুদ্ধ, যুল উশায়রা যুদ্ধ সংঘটিত। ৬২৩-২৪ খ্রি : কিবলা পরিবর্তন, রমজানের রোজার বিধান, সাদাকাতুল ফিতরের সূচনা, জাকাতের বিধান, ঈদের নামাজের সূচনা। রাসূলুল্লাহ (সা:)-এর কন্যা উসমান (রা:)-এর স্ত্রী রুকাইয়া (রা:)-এর ইনতেকাল। হজরত আলী ও ফাতিমা (রা:)-এর বিয়ে। সালমান ফারসি (রা:)-এর ইসলাম গ্রহণ।
৬২৪ খ্রি : ইবন জাহশ (রা:)-এর নাখলা অভিযান; উমায়র (রা:)-এর বানু খাতামা অভিযান; বদর যুদ্ধ; বনু কায়নুকা যুদ্ধ; সাবিক যুদ্ধ, আল কুদর যুদ্ধ; ইবনে মাসলামা কর্তৃক কা’ব ইবন আশরাফকে হত্যা; যূ আসর যুদ্ধ; বুহরান যুদ্ধ; যায়িদ (রা:)-এর আল-কারাদা অভিযান; সা’দ ইবন যায়িদ (রা:)-এর আল-গারা অভিযান; উহুদের যুদ্ধ; হামরাউল আসাদ যুদ্ধ। ৬২৪-২৫ খ্রি : উহুদ যুদ্ধে হামজা (রা:)-এর শাহাদাত, মদ হারামের বিধান। হাসান (রা:)-এর জন্ম। সুদের প্রতি প্রাথমিক নিষেধাজ্ঞা। ইয়াতিম সম্পর্কিত বিধান, উত্তরাধিকার সংক্রান্ত বিধান ও দাম্পত্য বিধান প্রবর্তন। ৬২৫ খ্রি : আবু সালমা (রা:)-এর অভিযান এবং মদিনায় ফিরে আসার পর তার শাহাদাত লাভ। ইবন নুবায়হকে হত্যার জন্য উনায়স (রা:)-এর অভিযান, আল-মুনজির (রা:)-এর বীরে মাউনা অভিযান। মারসাদ (রা:) এবং আসিম (রা:)-এর নেতৃত্বে রাজি অভিযান, বনু নাদির যুদ্ধ, নাজদ যুদ্ধ সংঘটিত। ৬২৫-২৬ খ্রি : হুসাইন (রা:)-এর জন্ম। উম্মুল মু’মিনীন যায়নাব (রা:)-এর ইনতেকাল। রাসূলুল্লাহ (সা:)-এর সঙ্গে উম্মু সালমা (রা:)-এর বিয়ে। এক ইয়াহুদি যুগলের প্রতি রজম আইনের বাস্তবায়ন। পর্দার বিধান, মদ নিষিদ্ধকরণের চূড়ান্ত বিধান জারি। ৬২৬ খ্রি : যাতুর রিকা যুদ্ধ। দুমাতুল জানদাল যুদ্ধ ও ইবন উরফাতাকে মদিনায় তার প্রতিনিধি নিয়োগ। ৬২৬-২৭ খ্রি : ফরজ হজের বিধান। ইফকের ঘটনা। রাসূলুল্লাহ (সা:)-এর সঙ্গে জয়নাব বিনত জাহাশ (রা:)-এর বিয়ে। পর্দার বিধানের বাধ্যবাধকতা (সূরা আহযাব : ৫৩, সূরা নূর : ৩০, ৩১)। রাসূলুল্লাহ (সা:)-এর সঙ্গে রাবিয়া বিনত আল হারিস (রা:)-এর বিয়ে। তায়াম্মুমের বিধান প্রবর্তন। জিনা, ব্যভিচার, অপবাদ, লি’আন প্রভৃতি ফৌজদারি আইনের প্রবর্তন। ৬২৭ খ্রি : ইবন মাসলামা (রা:)-এর আল-কুরাতা অভিযান। আল মুরায়সি যুদ্ধ, খন্দক যুদ্ধ, লিহযান যুদ্ধ, আলগাবা যুদ্ধ এবং এই উভয় যুদ্ধকালে মদিনায় ইবন উম্মু মাকতুম (রা:) কে তার প্রতিনিধি নিয়োগ। ৬২৭-২৮ খ্রি : আবিসিনিয়া, মিসর, পারস্য, রোম, বাহরাইন, ইয়ামামা, আম্মান প্রভৃতি দেশের শাসকদের কাছে রাসূলুল্লাহ (সা:)-এর পত্র প্রেরণ। রাসূলুল্লাহ (সা:) কর্তৃক ‘আবওয়া’-এ দাফনকৃত মায়ের কবর জিয়ারত। ৬২৮ খ্রি : আবু বকর (রা:) এবং জায়িদ (রা:)-এর ওয়াদিউল কুররা অভিযান। ইবন রাওয়াহাত (রা:)-এর খায়বার অভিযান। উকাল ও উরায়নার ঘটনা এবং কুরয ইবন জাবির (রা:)-এর অভিযান। আবু সুফিয়ানের উদ্দেশে আমর দামরি (রা:)-এর অভিযান। ইবন মু’তাম (রা:)-এর পশ্চিম উপকূল অভিযান। যায়িদ (রা:)-এর অভিযান। হুদায়বিয়ার সন্ধি ও বায়াতুর রিদওয়ান।  আবু বকর (রা:)-এর নজদ অভিযান। বাশীর ইবন সা’দ (রা:)-এর ফাদাক অভিযান। ৬২৮-২৯ খ্রি : মুতা বিয়ে নিষিদ্ধ ঘোষণা, গৃহপালিত গাধার গোশত খাওয়া নিষিদ্ধ ঘোষণা, রাসূলুল্লাহ্ (সা:)-এর সঙ্গে উম্মে হাবিবা (রা:)-এর বিয়ে। খালিদ (রা:), আমর (রা:) প্রমুখের ইসলাম গ্রহণ। উমরাতুল কাযা সফরে রাসূলুল্লাহ (সা:)-এর সঙ্গে মায়মুনা (রা:)-এর বিয়ে। মিসরের সম্রাট আল-মুকাওকিশ কর্তৃক মারিয়া (রা:)সহ বহু উপহারসামগ্রী রাসূলুল্লাহ (সা:)কে প্রদান। জাবালা গাস্সানীর ইসলাম গ্রহণ। বিয়ে ও তালাকের বিস্তারিত বিধান প্রবর্তন। ৬২৯ খ্রি : গালিব (রা:)-এর ‘মায়ফাআ’ অভিযান। আবদুল্লাহ্ ইব্ন রাওয়াহাহ্ (রা:)-এর গাত্ফান অভিযান। বাসির (রা:)-এর ইয়ামান, ‘জাবার জানাব’ অভিযান। আবু হাদরাদ আসলামী (রা:)-এর আলগাবা অভিযান। রাসূলুল্লাহ (সা:) কর্তৃক উমরাতুল কাজা পালন। ইব্ন আবির আওজা (রা:)-এর বানুর সুলায়ম অভিযান। ৬৩০ খ্রি : মক্কা বিজয়। খালিদ ইবন ওয়ালিদ (রা:)-এর নাখলা অভিযান। আমর ইবনুল আস্ (রা:)-এর সুওয়া অভিযান। সা’দ ইবন যায়দ (রা:)-এর আল মানাত অভিযান। হিশাম ইবনুল আ’স (রা:)-এর ইয়ালামলাম অভিযান। খালিদ ইবন ওয়ালিদ (রা:)-এর জাযিমা অভিযান, হুনায়ন যুদ্ধ, তায়েফ যুদ্ধ। রাসূলুল্লাহ (সা:) ও সাহাবিদের উমরা পালন। রাসূলুল্লাহ (সা:)-এর মদিনায় প্রত্যাবর্তন। মারিয়্যা (রা:)-এর গর্ভে রাসূলুল্লাহ (সা:)-এর পুত্র ইবরাহিম (রা;)-এর জন্ম। ৬৩১ খ্রি : আবুবকর (রা:) কে আমীরুল হজ করে মক্কায় প্রেরণ। ইসলামি শরিয়াহ মোতাবেক হজের বিধান প্রবর্তন। বাদশা নাজ্জাশির ইনতেকাল ও রাসূলুল্লাহ (সা:) কর্তৃক তাঁর প্রতি গায়েবানা জানাজা আদায়। রাসূলুল্লাহ (রা:)-এর কন্যা উসমান (রা:)-এর স্ত্রী উম্মে কুলসুম (রা:)-এর ইনতেকাল। ৬৩১-৩২ খ্রি : রাসূলুল্লাহ (সা:)-এর কাছে মুসায়লামা কায্যাবের পত্র প্রেরণ। মদিনায় আরব প্রতিনিধিদলের আধিক্য, দলে দলে মানুষের ইসলাম গ্রহণ। কা’ব ইবন জুহায়র (রা:)-এর ক্ষমা প্রার্থনা ও কবিতার জন্য পুরস্কার লাভ। রাসূলুল্লাহ (সা:)-এর পুত্র ইবরাহিম (রা:)-এর ইনতেকাল। ৬৩২ খ্রি : বিদায়হজ পালনের জন্য রাসূলুল্লাহ (সা:)-এর মক্কার উদ্দেশে মদিনা ত্যাগ। বিদায়হজ সম্পন্ন করে মদিনায় প্রত্যাবর্তন। মাথা ব্যথা ও জ্বরের সূচনা এবং সোমবার ১২ রবিউল আউয়াল মহানবী (সা:)-এর ওফাত। বুধবার, ১৪ রবিউল আউয়াল ভোর রাতে দাফন সম্পন্ন।